বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের শতাধিক কৃষক, কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের সহযোগিতায় ও পরামর্শে ৩ শ বিঘা জমিতে উচ্চ ফলনশীল বাড়ি মিষ্টি আলু -৮ চাষ করেছেন। ধান আবাদের চেয়ে লাভবান হওয়ায় এ আবাদের প্রতি ঝুঁকছেন ওই এলাকার চাষীরা।
গত মঙ্গলবার দুপুরে মিষ্টি আলুর মাঠ পরিদর্শন কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মহাপরিচালক ডক্টর মোঃ আব্দুল্লাহ ইউছুফ আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের, সেবা ও সরবরাহ পরিচালক ডক্টর আশরাফ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর সরেজমিন গবেষণা বিভাগ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোঃ মাজহারুল আনোয়ার, কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষনা বিভাগ গাইবান্ধা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষনা বিভাগ গাইবান্ধা উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষনা বিভাগ গাইবান্ধা বৈজ্ঞানিক সহকারি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।
জানা গেছে, কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষনা বিভাগ গাইবান্ধার অধীনে এ মৌসুমে প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির অনুকূলে বিনামূল্যে মিষ্টি আলুর লতা দেওয়া হয়। সেই সঙ্গে বোরণ ১ কেজি, পটাশ ১৫ কেজি সার, স্প্রে ঔষধ সরবরাহ করা হয়েছে।