শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বন্ধ থাকা ১০ শয্যা বিশিষ্ট রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চীনের অর্থায়নে নির্মিতব্য ১০০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাসপাতাল বালুয়া বাজারের গাইবান্ধা-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে গাইবান্ধা একটি গুরুত্বপূর্ণ জনপদ হওয়া সত্ত্বেও স্বাধীনতার ৫ দশক অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত কোনো সরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠিত হয়নি। এসময় তারা চীনের অর্থায়নে নির্মিতব্য হাসপাতালটি রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রের ৩১ বিঘা জমিতে নির্মানের দাবি জানায় ।
উল্লেখ্য, ১৯৬২ সালে পাকিস্তান সরকার একটি প্রকল্পের আওতায় তৎকালীন গাইবান্ধা মহকুমার বর্তমানে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফখা ও পার্বতীপুর মৌজায় ১০ একর জমিতে ১০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করে । জেলা শহর থেকে ৬.৫ কিলোমিটার দূরে অবস্থিত এই হাসপাতালটিতে একসময় প্রায় প্রতিদিনই শতাধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসলেও বর্তমানে তা বিরানভূমিতে পরিণত হয়েছে।