শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

রসুলপুরে মাঠজুড়ে হলুদের হাসির ঝিলিক

রসুলপুরে মাঠজুড়ে হলুদের হাসির ঝিলিক

রসুলপুর (সাদুল্যাপুর) প্রতিনিধিঃ সুজলা-সুফলা সশ্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। চোখ মেলতেই দিগন্তজুড়ে হলুদ আর হলুদ। হলুদের পাঁপড়িতে বিছিয়ে আছে সবুজ মাঠ। হলুদ সাজের সরষে ক্ষেতের এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে। চোখ বুজে একটু ভাবলেই মনের মাঝে দোলা দেয় হলুদের সমারোহে। হে কবীন্দ্র কালিদাস, কল্পকুঞ্জবনে নিভৃতে বসিয়া আছ প্রেয়সীর সনে যৌবনের যৌবরাজ্য-সিংহাসন-’পরে। মরকতপাদপীঠ-বহনের তরে রয়েছে সমস্ত ধরা, সমস্ত গগন স্বর্ণরাজছত্র ঊর্ধ্বে করেছে ধারন শুধু তোমাদের ’পরে। ছয় সেবাদাসী ছয় ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি- নব নব পাত্র ভরি ঢালি দেয় তারা নব-নব-বর্ণ-ময়ী মদিনার ধারা তোমাদের তৃষিত যৌবনে। ত্রিভুবন একখানি অন্তঃপুর, বাসরভবন। নাই দুঃখ, নাই দৈন্য, নাই জনপ্রাণী- তুমি শুধু আছ রাজা, আছে তব রাণী । সারাদেশের প্রত্যেক এলাকাই এই শীতে হলুদের সাজে সেজেছে। তাই আমি বলছি সাদল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘাঘট নদীর পার্শ্বের গ্রাম ছান্দিয়াপুর গ্রামের কোমল মতি ছেলে-মেয়েদের সরষে ক্ষেতের হলুদ রঙের উৎসব দেখতে পাওয়া যায়। তার সাথে আনন্দে মৌমাছি দের মধু সংগ্রহ করার ধুম যেন এক নতুন মাত্রা যোগ দিয়েছে।
গ্রামের মাঠজুড়ে এখন শুধুই সরষে ফুলের বাগান। চাইলেই ঘুরে আসতে পারেন হলদের এই সমারোহে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com