শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

যুবদলের তারুণ্যের বিভাগীয় যৌথ সমাবেশ

যুবদলের তারুণ্যের বিভাগীয় যৌথ সমাবেশ

স্টাফ রিপোর্টার: কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুন্যের ভাবনা শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারুন্যের বিভাগীয় যৌথ সমাবেশ সফল করতে প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে এই সমাবেশ করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডঃ খন্দকার আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর-রাজশাহী বিভাগীয় সমাবেশ সমন্বয়ক মো: কামরুলজ্জামান জুয়েল, রংপুর জেলা যুবদল সভাপতি ও সহ-সমন্বয়ক রংপুর – রাজশাহী বিভাগীয় সমাবেশ নাজমুল আলম নাজু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, যুগ্ন সাধারন সম্পাদক আহমেদ শেকেতুর রব অনিকসহ উপজেলা পর্যায়ের যুবদলের নেতৃবৃন্ধ।
আগামী ২৩ ও ২৪ মে ২০২৫ বগুড়ায় অনুষ্ঠিতব্য রংপুর ও রাজশাহী বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এই প্রস্তুতি সমাবেশ করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com