বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে (এমবিবিএস) ১ম বর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দারিয়াপুর এলাকার দুই মেধাবী শিক্ষার্থী। শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের মধ্যে চলছে আনন্দের বন্যা। এ থেকে বাদ নেই এলাকাবাসীও।
দুই শিক্ষার্থী হচ্ছেন দারিয়াপুর কলেজপাড়ার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোস্তফা আনোয়ার আহম্মেদ ও মাতা আফরোজা বেগমের ছেলে সাঈদ আনোয়ার রুহান। সে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। রুহান পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর থেকে এসএসসিতে জিপিএ- ৫ ও এইচএসসিতেও জিপিও ৫ পেয়ে উত্তীর্ণ হয়।
অপর কৃতী শিক্ষার্থী নাইমুর রাকিব রিফাতের বাড়ি সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কুটিপাড়া গ্রামে। তার বাবা মোঃ গুলবদন সরকার ও মাতা মোঃ নাজনীন নাহার। তারা দু’জনেই শিক্ষকতা পেশায় যুক্ত। রিফাত গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও এইচএসসিতেও গাইবান্ধা সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।