শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

মুজিব জন্মশতবার্ষিকী পালন করছে ইউনোস্কোর ১৯৫ টি দেশ -ডেপুটি স্পীকার

মুজিব জন্মশতবার্ষিকী পালন করছে ইউনোস্কোর ১৯৫ টি দেশ -ডেপুটি স্পীকার

সাঘাটা প্রতিনিধিঃ ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, দেশের সুফল শুধু আওয়ামীলীগের লোক ভোগ করছে না। বিএনপি জামায়াতসহ সকলেই সরকারের সুফল ভোগ করছে। তিনি বিএনপি’র উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু আওয়ামীলীগের সমালোচনা করেন, আমরা ওপেন চ্যালেঞ্জে যাবো আপনারা কি করেছেন আর শেখ হাসিনা কি করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী আমরা এমন ভাবে উদ্যাপন করতে চাই শুধু আমরাই করছিনা ইউনোস্কোর ১৯৫ টি দেশে মুজিব জন্মশতবার্ষিকী পালন করছে। তিনি সাঘাটা উপজেলাকে দু’টি ভাগে ভাগ করার বিষয়ে জনগণের উদ্দেশ্যে বলেন, নেতৃত্ব জন প্রতিধিদের হাতে, কর্তৃত্ব সরকারী কর্মকর্তাদের হাতে, নেতৃত্ব আর কর্তৃত্বের সমন্বয় ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আপনারা জোর দিয়ে চাইলে অবশ্যই উপজেলা আলাদা হবে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভুমি অফিস নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় এলজিইডির বাস্তবায়নে ৪৫ লাখ টাকা ব্যায়ে সাঘাটা ইউনিয়ন ভুমি অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবীর, উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাকিল আহমেদ প্রমূখ। এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com