শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে -গাইবান্ধা জেলা প্রশাসক

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে -গাইবান্ধা জেলা প্রশাসক

Digital Camera

সাঘাটা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মুক্তিযোদ্ধারা চিরস্মরণীয় হয়ে থাকবে। গতকাল বৃহস্পতিবার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামে ১২ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী পড়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগীতার আশ^াস দেন। সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাকিল আহম্মেদের সভাপতিত্বে এবং সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় যুদ্ধকালীন সময়ের স্মৃতি চারণ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলার যুদ্ধকালীন কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ¦ সামছুল আলম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, উপজেলা প্রকৌশলী ছবিউল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আজাহার আলী, আব্দুল মান্নান মন্ডল প্রমুখ।
আলোচনা সভার পূর্বে দলদলিয়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com