সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে মুরগীর খামারে ফাঁদ পেতে রাখা তারে বিদ্যুতায়িত হয়ে আনন্দ কুমার (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আনন্দ কুমার ওই গ্রামের কাজল কুমারের ছেলে এবং স্থানীয় লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়ার পার্শ্ববর্তী এলাকায় জনৈক তারা মিয়ার একটি মুরগীর খামার রয়েছে। তারা মিয়ার খামারে প্রতিদিন শিয়াল এসে ডিম খেয়ে ফেলে। এজন্য তিনি খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখে, যাতে শিয়াল ডিম খেতে না পারে। গতকাল বৃহস্পতিবার সকালে খামারের পাশের রাস্তা দিয়ে আনন্দ কুমার যাওয়ার সময় খামারের নিচে একটি ডিম পড়ে থাকতে দেখে। ওই ডিমটি আনন্দ আনতে গিয়ে ফাঁদ পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিদ্যুতের তারে জড়িয়ে আনন্দ কুমারের মৃত্যুর বিষয়টি ওই এলাকার মেম্বর মর্তুজ আলী ব্যাপারী নিশ্চিত করেছেন।