মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
মহিমাগঞ্জ (গোবিন্দগঞ্জ) প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের হাট বাজারে অবাধে বিμয় হচ্ছে পলিথিন ব্যাগ। তারপরও কোন রকম বাধা, বিপত্তি উপেক্ষা করে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অনবরত পলিথিন ব্যাগ বিμয় করেই চলছে। সরজমিনে হাট, বাজার ঘুরে দেখা গেছে, হাট বাজার করে পলিথিন ব্যাগে ভরে বাড়ী ফিরছেন হাটুরেরা, কোন রূপ বিμিতে নাই বাধা, যেমন সাবান, চিনি, ছোলা, তরী তরকারীসহ অনান্য খাদ্য সামগ্রী পলিথিনে ভরে বাড়ী ফিরছেন। খুচরা এবং পাইকারী দোকানে ব্যবহার হচ্ছে পলিথিণ ব্যাগ। দেখার কেউ নেই
এতে করে দুষিত হচ্ছে পরিবেশ। প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া পলিথিন ব্যাগ বিμিতে বাঁধা মুখে পড়েছন না ব্যবসায়ীরা।