বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ান তলা রেলওয়ে সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকালের দিকে সৈয়দপুর-ঢাকা রেললাইনের দেওয়ান তলা রেলওয়ে সেতুর (৫০এ) পাশে অজ্ঞাত এক ব্যক্তির খ-িত মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয় লোকজন।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে গত রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অথবা রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।