বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যেগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতা প্রাঙ্গণ একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভ সূচনা, পৌর পার্ক বিজয় স্বম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহে ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯:৩০ মিনিটে সার্কিট হাউজে
জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় স্বাধীনতা প্রাঙ্গণে দিনব্যাপী বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প-পণ্যের) উদ্বোধন, সকাল ১১ টা ৩০ মিনিটে ইনডোর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান,
বাদ যোহর ও সুবিধামত সময়ে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/ প্রার্থনা, দুপুর ২ টায় হাসপাতাল, জেলখানা ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩টায় তাজ সিনেমা হলে ও শহরের গুরুত্বপূর্ণ মিলনায়তন/উন্মুক্ত স্থান মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী। বিকাল ৩ টা ৩০ মিনিটে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা: জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ, সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।