বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ গাইবান্ধা পৌরসভার নগর মাতৃসদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন সুন্দরগঞ্জ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন সাঘাটায় অবৈধ বালু উত্তোলন : প্রশাসনের অভিযানে ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে (অব.) সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদের মতবিনিময় ফুলছড়িতে কিন্ডারগার্টেনে সহপাঠীদের হাতে শিক্ষার্থী নিগ্রহের অভিযোগ ঘাঘট নদীতে শিক্ষিকার লাশ উদ্ধার সাদুল্লাপুরে বেগুন ক্ষেতে মোজাইক ভাইরাস: দুশ্চিন্তায় কৃষক কামারপাড়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস গাইবান্ধা সরকারি কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস

মহদীপুরে সার ডিলারের বিরুদ্ধে সার বিক্রিতে দুর্নীতির অভিযোগ

মহদীপুরে সার ডিলারের বিরুদ্ধে সার বিক্রিতে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি সার ডিলার ববি সাহার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠেছে। টিএসপি, ডিএফপি সার বেশি দামে কালোবাজারে বিক্রি স্বেচ্ছাচারিতা, চাহিদা অনুযায়ী সার না দিয়ে কৃত্রিম সংকট দেখিয়ে অধিক দাম হাঁকানো, বেশিরভাগ সময় দোকান বন্ধ রাখা, সাব সেন্টার করে কৃষকদের হয়রানি, সাধারণ কৃষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে ওই ডিলারের বিরুদ্ধে। কৃষকদের দাবি, অতিদ্রুত এই ডিলারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাসহ লাইসেন্স বাতিল করার দাবি জানিয়েছেন কৃষকরা।
জানা গেছে, পলাশবাড়ী উপজেলর মহদীপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স রাম চন্দ্র সাহা প্রোপ্রাইটার স্বগীয় চন্দন সাহা। চন্দন সাহার মৃত্যুর পর তার স্ত্রী ববি সাহার নামে ২০২২ সালে লাইসেন্স স্থানান্তর করা হয়। তার প্রতিষ্ঠানের ঠিকানা মুলত ঠুঠিয়াপাকুর বাজারে হওয়ার কথা থাকলেও পলাশবাড়ী কালীবাড়ি বাজারে রয়েছে তার অপর একটি গুদাম। মূলত নির্ধারিত যে মহদীপুর ইউনিয়নের জন্য তার ডিলার নিবন্ধন। তিনি সেই ইউনিয়নে প্রতিষ্ঠান না রেখে ঠুঠিয়াপাকুর বাজারের সাব সেন্টার কালীবাড়ি বাজার থেকে সার বিক্রি করে থাকেন। আবার মহদীপুর ইউনিয়নের সাব সেন্টারটি অনিয়মিতভাবে পরিচালনা করেন মেসার্স রাম চন্দ্র সাহা ম্যানেজার আসাদুজ্জামান টুটুল। মুলত তিনিই কালোবাজারে এসব সার বিক্রি করে থাকেন। মহদীপুর ইউনিয়নে সরেজমিনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বললে তারা সার ডিলারের স্বেচ্ছাচারিতা, চাহিদা অনুযায়ী সার না পাওয়া, কৃত্রিম সংকট দেখিয়ে অধিক দাম নেয়া, সার বিক্রির রশিদ বা ক্যাশ মেমো না দেয়া বেশিরভাগ সময় দোকান খুলে না রাখা, সাধারণ কৃষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। কথা হয় বিষনুপুর গ্রামের চাষী বাবু মিয়ার সাথে। তিনি বলেন, আমার ১০ বিঘার উপরে চাষ আছে। কিন্তু আমি সার নিয়ে বড় ভোগান্তিতে আছি। ডিলারের ঘরে গেলে চাহিদা মতো সার দিতে পারে না, সময়মত দোকান খোলা পাই না। বাধ্য হয়ে অধিক দামে বাইরে থেকে সার নিতে হয়। আমরা সাধারণ কৃষক, আমাদের দুঃখ-দুর্দশার কথা শোনার মতো কেউ নেই। একই ধরণের অভিযোগ করেন ওই গ্রামের কাশেম আলীসহ বেশ কয়েকজন কৃষক। মহদীপুর ইউনিয়নের চাষী শামীম অভিযোগ করেন, আমরা জমি অনুযায়ী সার ডিলারের কাছে তেমন সহযোগিতা পাই না। উনি সরকারি রেটের চেয়ে বেশি দামে সার বিক্রির অফার করেন। তখন বাধ্য হয়ে হয়ে বেশি দামে উনার কাছ থেকে অথবা নিকটস্থ সারের দোকান থেকে সার কিনতে হয়। কৃষকরা বলেন কৃষি অফিসে গেলে বলে সারের সংকট নেই। কিন্তু উনি প্রায় সময়ই বলেন এত সার দেওয়া যাবে না। এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। দুর্গাপুর গ্রামের শাফি বলেন, সার ডিলারের দোকানই খোলা থাকে না, সার পাবো কীভাবে? অনেকেই জানে নির্ধারিত রেটের চেয়ে দাম বেশি দিলে ঠিকঠাক সার পাওয়া যায়। সার ডিলার থাকার যে সুবিধা, তা আমরা পাই না। উনি ইচ্ছে মতো দোকান খোলেন। সময়মত পাওয়া যায় না, পাওয়া গেলেও বলে এত সার দেওয়া যাবে না। কৃষক হযরত আলী বলেন আমার ১৫ বিঘার উপরে চাষ। কোনো সময়ই ঠিকমতো সার পাই না। আজ সকালেও গেছি সারের জন্য, যা চাহিদা তার তিন ভাগের এক ভাগ দিচ্ছে। ব্যবহার দেখে মনে হয় ফ্রি সার আনতে যায়। অথচ বেশি দামে সার বিক্রি করে তখন সংকট থাকে না।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com