বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, তিস্তা মরু ভুমিতে পরিনত হয়েছে। তিস্তার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকারের দরকার। তা না হলে তিস্তার ন্যায্য হিস্যা আদায় করা সম্ভব হবে না। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে এই তিস্তা পাড়ের মানুষ আবার তাদের সব কিছু ফিরে পাবে। তাই নির্বাচিত সরকার গঠনে সকলকে ঐক্য মতের ভিত্তিত্বে কাজ করতে হবে। তিনি বলেন নোবেল জয়ী অধ্যাপক ডঃ ইউনুস বিশে^র সকল মানুষের নিকট একজন সম্মানী ব্যক্তি। তাঁর দিকে তাকিয়ে আছে বাংলার ১৮ কোটি মানুষ। অতিদ্রুত একটি নির্বাচন দিয়ে তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করাই হবে তাঁর কাজ। কিছু কিছু রাজনৈতিক দল ৫ আগষ্টের পর ১৯৭১ সালের স্বাধীনতাকে স্বীকার করেন না। যারা স্বাধীনতাকে অস্বীকার করেন তারা বাংলাদেশের নাগরিক দাবি করতে পারেন না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি একটি ষড়যন্ত্রের গন্ধ। বিএনপির ৬৫ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। বিএনপির নেতা কর্মীরা মা-বাবার জানা যায় অংশ গ্রহন করতে পারে নাই, বোনের বিয়েতে উপস্থিত থাকতে পারেন নাই। এসব ভুলে গেলে চলবেনা। বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায়। জাতীয় সরকার ছাড়া তিস্তার এই পরিকল্পনা বাস্তবায়ন বেগবান হবেনা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অবস্থান কর্মসূচির সুন্দরগঞ্জ পয়েন্টে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলে বলেন তিনি।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে জাগোবাহে, তিস্তা বাচাঁও এই শ্লোগানে সুন্দরগঞ্জে দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচির শুরু হয় গতকাল সোমবার উপজেলার হরিপুর-চিলমারি তিস্তা পিসি গার্ডার সেতুর হরিপুর পয়েন্টে। উত্তরের পাঁচটি জেলার ১১টি পয়েন্টে তিস্তাতীরে একযোগে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি চলবে।
জাগো বাহে, তিস্তা বাচাঁও আইসোবাহে, তিস্তাবাচাঁই ডাক দিয়েছে দুলুভাই, ঘরে থাকার সময় নাই এই সব শ্লোগান দিয়ে ফেস্টুন, ব্যানার নিয়ে মাইকে বিভিন্ন গান বাজিয়ে সকাল থেকে তিস্তা পাড়ে আসে উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষজন। বিশেষ করে উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, শান্তিরাম, কঞ্চিবাড়ি, চ-িপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ও পর দিয়ে প্রবাহিত তিস্তার ভাঙনের শিকার মানুষ জনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহমুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি ডাঃ মোঃ জিয়াউল ইসলাম জিয়া, জেলা বিএনপির সহসভাপতি ও হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মাহমুদুন নবী টিটুন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, উপজেলা জামায়েতের আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মোঃ আতাউর রহমান, পৌর জামায়াতের আমির মোঃ একরামুল হক প্রমুখ।