শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

ভ্যাকসিন বিহীন বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় বিপাকে পথচারি

ভ্যাকসিন বিহীন বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় বিপাকে পথচারি

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার সবত্রই ভ্যাকসিন বিহীন বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে পথচারিগণ। সরকারিভাবে কুকুর নিধন বন্ধ করা হলেও চালু করা হয়েছে কুকুরের শরীরে ভ্যাকসিন প্রয়োগ। কিন্তু দীর্ঘদিন থেকে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার, রাস্তার মোড়ে মোড়ে দলবেধে থাকা রেওয়ারিশ কুকুরের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে না। সে কারনে পথচারিগণ বিপাকে পড়েছেন। গত এক সপ্তাহের ব্যবধানে পৌরসভার কলেজ পাড়ার দুইজন শিশু বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিকার হয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে প্রতিনিয়ত উপজেলার কোন না কোন এলাকায় কুকুরের আক্রমণের শিকার হচ্ছে আবালবৃদ্ধবনিতাগণ। বিভিন্ন হাট-বাজার ও রাস্তার মেড়ে জটলা বেধে অবস্থান করার কারনে পথচারিগণ স্বাভাবিক গতিতে পথচলতে পারছে না। অনেকে বিলম্ব করে এবং বিকল্প রাস্তা দিয়ে পথ চলছে। কথা হয় দক্ষিণ ধুমাইটারি গ্রামের রওশন মিয়ার সাথে । তিনি বলেন দীর্ঘদিন থেকে রেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। প্রতিদিন কুকুরের আক্রমণের শিকার হতে হচ্ছে আমাদেরকে। মোটরসাইকেলের হর্ণ কুকুরকে তাড়াতে পারছে না। উল্টো কুকুরের গর্জনে পিছপা হতে হচ্ছে। পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন জানান এর আগে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আবারও নির্দেশনা পেলে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তবে কুকুরের আক্রমণের শিকার হলে বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com