মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

ভোরের কুয়াশায় গাইবান্ধায় শীতের আগমন

ভোরের কুয়াশায় গাইবান্ধায় শীতের আগমন

স্টাফ রিপোর্টারঃ ভোরের কুয়াশায় গাইবান্ধায় শীত অনুভুত হচ্ছে। এবার কার্তিকের মাঝ পথেই শীতের আমেজ। গাইবান্ধার বিভিন্ন উপজেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত কুয়াশার দেখা মিলছে।
ধানের পাতায়, ঘাসের ডগায় জমতে শুরু করেছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে হিমেল পরশ। সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা।
ফসলের মাঠে মাঠে উঁকি দিচ্ছে আমন ধান। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। এ সময় জেলার বিভিন্ন এলাকার সড়কে ইজিবাইক, পিকআপ, ট্রাক মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা যাচ্ছে। ভোরের কুয়াশার স্নিগ্ধতার মাখামাখিতে এখন এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশা মাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছাসিত হয়েছেন ভোরে ফজরের নামাজের মুসল্লিগণ, ছোট্ররা, হাঁটতে বের হওয়া মানুষ ও কাজের উদ্দেশ্যে বের হওয়া শ্রমিকরা।
এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন এ জেলার কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com