শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গোবিন্দগঞ্জে নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি রাস্তার গাছ কর্তন সাঘাটায় ক্যামেরার জন্য বন্ধুকে হত্যা সেফটি ট্যংক থেকে লাশ উদ্ধার বন্ধু গ্রেফতার গোবিন্দগঞ্জে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ পলাশবাড়ীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত ব্রীজ রোড থেকে রেলের চোরাই লোহা বিক্রির সময় আটক ৩ কারাগারে নারী হাজতিকে নির্যাতন প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি গোবিন্দগঞ্জে ইজিবাইক চালক দুলা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুন্দরগঞ্জে আগুনে পুড়ল ২০ লাখ টাকার সম্পদ হলফনামায় তথ্য গোপন করায় ৪ জনের মনোনয়ন বাতিল কারাগারে অনৈতিক কর্মকান্ড দেখে ফেলায় নির্যাতন

ভূমি অফিসার্স কল্যান সমিতির মানববন্ধন স্মারকলিপি প্রদান

ভূমি অফিসার্স কল্যান সমিতির মানববন্ধন স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ আগামী ১৫ জানুয়ারির মধ্যে উন্নীত বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রানলায়ের স্থগিতাদেশ প্রত্যাহার ও ৩ মাসের মধ্যে নব নিয়োগপ্রাপ্ত ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদানের দাবিতে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি গাইবান্ধা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক মাহামুদুল হাসান, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা, বিমল চন্দ্র দাস, আতিকুর রহমান, আবদুল আলিম, আতিয়ার রহমান, সামসুল ইসলাম, ডি.এ মমিনুল হক, রাশেদুল মোশাররফ প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত অর্থ মন্ত্রনালয়ের শর্তানুযায়ী নব নিয়োগ এবং পদোন্নতি বন্ধ থাকায় ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কাজে ব্যাপক শূন্যতার সৃষ্টি হয়েছে। তারা আরও বলেন, দীর্ঘ ৮ বছর যাবৎ উপসহকারীদের কোন পদোন্নতি হয়নি। অথচ দাপ্তরিক কাজ বেড়েছে। দিন রাত পরিশ্রম করে ডিজিটাল ব্যবস্থায় ভূমি উন্নয়ন কর পাইলটিং করে, ই-নামজারীসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com