বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল গাইবান্ধা জেলা শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আদিবাসী সাঁওতাল ও বাঙালীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করে।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, এএলআরডি এবং জনউদ্যোগ গাইবান্ধার আয়োজনে সমাবেশে বক্তারা বলেন রাজাহার ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। ডাঃ ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, প্রবীর চক্রবর্তী, প্রিসিলা মুরমু, জাহাঙ্গীর কবীর তনু, রিকতু প্রসাদ, শ্যামবালা, ব্রিটিশ সরেন, সুচিত্রা মুরমু তৃষ্ণা প্রমুখ।