মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমন ধান ক্রয়ের উদ্বোধন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমন ধান ক্রয়ের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান গতকাল রোববার গাইবান্ধা সদর এলএসডি খাদ্য গুদামে জুম অ্যাপস এর মাধ্যমে উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানমের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধায় যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোফাখ খারুল ইসলাম, সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল ইমরান, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক দীপক কুমার পালসহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিগণ। মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষক পর্যায়ে আমন ধান উৎপাদনে কৃষকদেরকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণসহ সকল প্রকার সহায়তা দিয়েছে। তিনি বলেন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন কোন ধরণের অনিয়ম ও শৈথল্য প্রদর্শন করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। উদ্ভোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা সদর এলএসডিতে সরাসরি কৃষকের নিকট থেকে ১ মেঃ টন ধান ক্রয় করা হয়।
গাইবান্ধা খাদ্য দপ্তরের অধিনে ৭ টি উপজেলায় ৭ হাজার ৪ শত ৪৬ মেঃ টন আমন ধানের সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com