রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

ভিজিডির বরাদ্দে দুর্গন্ধযুক্ত চাল গুদামে তালা উপকারভোগীদের

ভিজিডির বরাদ্দে দুর্গন্ধযুক্ত চাল গুদামে তালা উপকারভোগীদের

ফুলছগি প্রতিনিধি: ফুলছড়িতে ভিজিডির বরাদ্দে দুর্গন্ধযুক্ত ও পচা চাল বিতরণের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে চাল বিতরণ বন্ধ করে দেন সুবিধাভোগীরা।
গত ১৯ জুন দুপুরে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ৩৬০ জন দুঃস্থ ও অসহায় ভিজিডির কার্ডধারীদের মাঝে চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়। এসময় দেখা যায় দুর্গন্ধযুক্ত ও পচা চাল বিতরণ করা হচ্ছে। এসময় পচা ও নিম্নমানের চাল পেয়ে অসন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। পরে তাৎক্ষণিক তারা বিতরণ বন্ধ করে চাল রাখার গোডাউনে তালা দেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৩৬০ জন দুঃস্থ ও অসহায় প্রত্যেকের জন্য প্রতিমাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। গত ঈদের আগে ওই ইউনিয়ন পরিষদ গোডাউন থেকে চাল উত্তোলন না করায় চলতি মাসে দুইবারের চাল একসঙ্গে উত্তোলন করে পরিষদ কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়নের ভিজিডির কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। তিন চারজন সুবিধাভোগীর পাওয়া চাল খাওয়ার অযোগ্য দেখে প্রতিবাদ করেন। পরে তারা ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণের গোডাউনে তালা দিয়ে বন্ধ করে দেন। পরে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রক ঘটনাস্থলে যান। চালগুলো পরিবর্তন করে ভালো চাল বিতরণের প্রতিশ্রুতি দিলে সুবিধাভোগীরা চলে যান।
প্রত্যক্ষদর্শী আয়নাল হোসেন বলেন, ‘লালচে, দুর্গন্ধযুক্ত ও অনেকটা পচা এই চাল মানুষ কেন পশুরও খাওয়ার অযোগ্য। খাওয়ার অযোগ্য চাল সরবরাহের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নিয়ে যারা খেলছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সুবিধাভোগী দুদু মিয়া বলেন, ‘যে চাল গরুও খাবে না, সেগুলো হামারে কাছে দিচ্ছে। এগুলো খালে অসুখ হবে। পচা চাল হামরা নিব না। ভিজিডির বরাদ্দে দুর্গন্ধযুক্ত চাল, গুদামে তালা উপকারভোগীদের সখিনা বেগম বলেন, ‘যে চাউলগুলো দিচ্ছে, কেমন করি এগ্যা চাউল খামো? ভাত পাক করলে ট্যাঙ্গা লাগবে।’
এ বিষয়ে জানতে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নম্বরে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com