মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

ভাসানী সেতুর সংযোগ সড়কে দুর্ঘটনায় নিহত ১

ভাসানী সেতুর সংযোগ সড়কে দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা-কুড়িগ্রাম সংযোগ সড়কে মওলানা ভাসানী সেতুর কাছে মোটরসাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। সেতু চালুর পর এটিই প্রথম প্রাণঘাতীর দুর্ঘটনা।
গত শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোদেজা বেগম ওই এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল খোদেজা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com