রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
ভরতখালী (সাঘাটা) প্রতিনিধি: সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাংকিভাঙ্গা যমুনা বাজার এলাকার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী নিজেরাই তা সংস্কার করেছেন।
গত কদিনের বর্ষণে রাস্তায় সৃষ্টি হয় গভীর খানাখন্দ। এতে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও কৃষকদের যাতায়াতে দুর্ভোগ চরমে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না আসায়, স্থানীয় বাসিন্দা রবিজ উদ্দিন নিজের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে নামেন।
তিনি বলেন, প্রতিদিন দেখি লোকজন হেঁটে যেতে পারছে না। বাচ্চারা কাদায় পড়ে যাচ্ছে। কেউ কিছু করছে না। তাই বাসা থেকে কোদাল আর টুকরি নিয়ে নিজেই কাজে নেমে পড়ি।
রবিজ উদ্দিনের সঙ্গে যুক্ত হন এলাকার জামারুল মিয়া, নজির উদ্দিন ও তসলিম উদ্দিন। তারা সকলে একসঙ্গে গর্তে মাটি ফেলে, পানি সেচে, রাস্তা চলাচলের উপযোগী করে তোলেন।
জামারুল মিয়া বলেন,সরকারি লোকজন শুধু আশ্বাস দেয়, কাজ করে না। তাই আমরা নিজেরাই কাজ শুরু করেছি। মানুষের কষ্ট আর সহ্য হচ্ছিল না।
নজির উদ্দিন বলেন, স্কুলের ছাত্রছাত্রীদের কষ্ট দেখে মন খারাপ হয়ে যায়। বৃষ্টি হলে কেউ বের হতে পারে না। সবাই মিলে কাজ করলে অনেক কিছু সম্ভব।