শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

ব্লাড ডোনার’স ইন গাইবান্ধার ৫ম বর্ষপূতি পালন

ব্লাড ডোনার’স ইন গাইবান্ধার ৫ম বর্ষপূতি পালন

গাইবান্ধা প্রতিনিধি
‘স্বেচ্ছায় করে রক্তদান, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান’ স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাাড ডোনার’স ইন গাইবান্ধা এর ৫ম
বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র ও প্রীতিভোজ। স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ব্লাড ডোনার’স গাইবান্ধা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়স্তম্ভে এসে শেষ হয়।
পরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের জেলা সভাপতি আনিসুল হক আনিসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডাক বিভাগ উত্তরাঞ্চল রাজশাহীর উপ-প্রশাসনিক কর্মকর্তা এসএইচএম সাইফুল ইসলাম, সিএফএইচর মানব স¤পদ ও প্রশাসন বিভাগের প্রধান নির্বাহী আলী কাওছার সরকার বাবুল, ইউপি চেয়ারম্যান মো. মাসুম হক্কানী ও মো. জুলফিকার রহমান, ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক, মো. শরিফুল ইসলাম শরিফ, দলিল লেখক সমগ্র বাংলাদেশের আব্দুর রহিম সরকার, বাংলাভিশন টিভির গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবীর মিলন, সংগঠনের জেলা সাধারণ স¤পাদক আরাফাতুল¬াহ হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অশোক সাহা। শেষে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে ১২ জন এবং ১০ জন ভলান্টিয়ারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
বক্তারা সংগঠনের সার্বিক সমস্যা ও বিষয়াদী তুলে ধরে বলেন, ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা বিনামূল্যে গত ৫ বছরে সাড়ে ৪ হাজার ১৫৩ ব্যাগ রক্ত অসহায় মানুষের মাঝে প্রদান করে। বাৎসরিক গড়ে ৮শ ২৭ ব্যাগ রক্ত দান করে থাকে। তিনি আরও বলেন, ব্লাড ডোনার’স ইন গাইবান্ধার মাসিক গড় রক্তদানের পরিমাণ প্রায় ৭১ ব্যাগ এবং দৈনিক রক্তদানের পরিমাণ প্রায় ৩ ব্যাগ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com