শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

বোনারপাড়া রেলওয়ে জংশন জৌলুস হারাচ্ছে

বোনারপাড়া রেলওয়ে জংশন জৌলুস হারাচ্ছে

সাঘাটা প্রতিনিধিঃ বোনারপাড়া-ভরতখালী রেল রুট ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া, একমাত্র বোনারপাড়া রেলওয়ে হাসপাতালটি জনবলের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা কাংখিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রেলওয়ে লোকোসেড বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা, বন্ধ হওয়া রংপুর গামী রামসাগর এক্সপ্রেস ট্রেন দীর্ঘ ১২ বছরেও চালু না হওয়া এবং স্থানীয় রেল দপ্তরগুলোতে কর্মকর্তাদের পদ খালীসহ নানাভাবে অবহেলিত হয়ে পড়েছে গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে জংশন। ব্রিটিশ আমলে নির্মিত ঐহিহ্যবাহী এ রেলওয়ে জংশন এখন জৌলস হারিয়ে দিন দিন ভুতুরে পরিবেশের তৈরি হচ্ছে। দীর্ঘ দিন ধরে এ অবহেলার প্রতিবাদ জানিয়ে আসছেন এলাকাবাসী। রেলওয়ে জংশন রক্ষার দাবিতে ইতিপূর্বে একাধিক বার মিছিল সমাবেশ করেছেন স্থানীয় রেল রক্ষা আন্দোলন কমিটি।
জানা গেছে, দীর্ঘ ১২ বছর ধরে বোনারপাড়া রংপুর গামী রামসাগর এক্সপ্রেস ট্রেন বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। ট্রেনটি বন্ধ হওয়ায় পর থেকে বাসের সুবিধা বঞ্চিত চার উপজেলা বাসী রংপুর অভিমুখে যাতায়াতের ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগে পড়েন। সেই থেকে অত্র এলাকাবাসী নানা দপ্তরে এই জন দাবী জানিয়ে আসলেও কোন কাজ হয়নি। রেলওয়ের একমাত্র হাসপাতালটি বন্ধ হওয়ার পথে। চিকিৎসা নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে । এরই মধ্যে হাসপাতাল ভবনটি ভেঙ্গে ওয়ার্কসনে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। এ ব্যাপারে কথা হলে বোনারপাড়া রেলওয়ের উর্দ্ধতন উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, ড্যামেজ ভবনগুলো ধারাবাহিকভাবে ভাঙ্গা হচ্ছে। তবে এ ব্যাপারে উদ্ধর্তন কর্তৃপক্ষ ভালো জানেন। রেলওয়ের ইঞ্জিন মেরামতসহ মেকানিক্যাল কার্যক্রমের পরিচালনার জন্য থাকা লোক সেডটিও দীর্ঘ দিন ধরে অবহেলিত। বিট্রিশ আমলে নির্মানের পর তেমন কোন সংস্কার না হওয়ায় ভগুর অবস্থার মধ্যে পড়েছে এটি। এটিও বিলুপ্ত করার পায়তারা চলছে। ইঞ্জিনিয়ার সেকশন, ওয়ে সেকশনে, ক্যারেজ সেকশন, ভূ-সম্পতি বিভাগ, বিদ্যুৎতে বিতরণ বিভাগ, মেকানিক্যাল বিভাগসহ রেলের স্থানীয় দপ্তর গুলোর বেশির ভাগটিই এখন সুনশান। কোনটিতে কর্মকর্তার পদ শূন্য, কোনটিতে একই কর্মকর্তা দু জায়গায় থাকায় জটিলতা বাড়ছে দিন দিন। অবহেলিত রেল রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্থানীয় যাত্রী সাধারণ ও এলাকাবাসী । রেলওয়ে জংশন রক্ষা আন্দোলন কমিটি নাম প্রকাশে অনুচ্ছুক একজন বলেন, একটি কুচক্রি মহল রেলের কিছু অসাধু কর্মকর্তার জোগসাজসে বোনারপাড়া রেলকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। রেলওয়ে হাসপাতালসহ আটটি গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙ্গে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধারাবাহিকভাবে তারা এখানকার স্থাপনাগুলো সরিয়ে বোনারপাড়াকে অকেজো করার পরিকল্পনার গ্রহন করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com