রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধি: বোনার পাড়া চৌরাস্তা মোড় থেকে কচুয়া হাটগামী জন গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে এলাকার কয়েক হাজার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। গত ৭ জুলাই সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামাতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাদল, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, মিজানুর রহমান মৃদুল, আব্দুল্লাহ, সজীব, ফেরদাউস ও ব্যবসায়ী সাবু মিয়া।