সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৬ পরিবারের সদস্যদের সাথে গতকাল সোমবার স্থানীয় হোটেল আর রহমান কমিউনিটি মিলনায়তনে সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিম। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার।
জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ আব্দুস সালেক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান, নুরুন্নবী প্রধান, মোঃ সাইফুল ইসলাম মন্ডল, মোঃ ফয়সাল কবির, ওমর সানি আকন্দ, ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬টি পরিবারকে ১ লাখ করে নগদ ৬ লাখ টাকা প্রদান করেন। উল্লেখ্য এর আগেও ওই ৬টি পরিবারকে নগদ ৬ লাখ টাকা প্রদান করা হয়েছে।