সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছবি নিয়ে দৃকের আলোকচিত্র প্রদর্শনী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছবি নিয়ে দৃকের আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টারঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছবি নিয়ে প্রখ্যাত ফটো নিউজ এজেন্সি দৃক-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুক পেতেছি, গুলি কর শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ পরিবার ও আন্দোলনে আহত এবং গুলিবিদ্ধ শিক্ষার্থীরা।
আয়োজনে উপস্থিত ছিলেন শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা বিবি আয়েশা, শহীদ সাংবাদিক হাসান মেহেদীর জীবনসাথী ফারহানা ইসলাম পপি, শহীদ ফারহান ফাইয়াজের খালা ফারজানা মুনমুন, আন্দোলনকারী শিক্ষার্থী শাহিনুর সুমি এবং গুলিতে আহত শিক্ষার্থী সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষক ও সাংবাদিক সায়দিয়া গুলরুখ। বুক পেতেছি, গুলি কর আলোকচিত্র প্রদর্শনীর জন্য দৃকেরসহ মোট ১১৫ জন আলোকচিত্রীর হাজারের অধিক ছবি জমা পড়েছে। মূল আয়োজনে মোট ৪১ জন আলোকচিত্রীর জুলাই গণঅভ্যুানের সময়ের ১১৫টি আলোকচিত্র এবং ৯টি ভিডিও (স্ক্রিনগ্র‌্যাব) প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে গাইবান্ধার দুটি ছবি প্রদর্শিত হচ্ছে। ছবি দুটি তুলেছেন স্বনামধন্য ফটো সাংবাদিক কুদ্দুস আলম।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com