রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

বেসরকারি হাসপাতালে ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতে দুইলক্ষ টাকা জরিমানা

বেসরকারি হাসপাতালে ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতে দুইলক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ সরকারি নির্দেশনা মোতাবেক গাইবান্ধা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে তিনটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারের ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন, শাহেদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আ খ ম আখতারুজ্জামান, ডাঃ হাফিজুর রহমান, ডাঃ ওয়াসিব রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ। অভিযানকালে অনুমোদনের অতিরিক্ত বেড, অপরিচ্ছিন্ন পরিবেশ, অপারেশন থিয়েটার, ড্রাগ লাইসেন্স না থাকা এবং প্রশিক্ষণপ্রাপ্ত নার্স না থাকাসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনাপূর্বক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গাইবান্ধা ক্লিনিকের ১ লক্ষ ৫ হাজার টাকা, ঐশি ক্লিনিকের ২৫ হাজার টাকা, যমুনা ক্লিনিকের ৫৫ হাজার টাকা এবং ইউনিক ডায়াগনস্টি সেন্টারের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com