শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের প্রথম তলার ছাদ ঢালাই উদ্বাধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চারতলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার সহকারি প্রকৌশলী আশিষ কুমার বসুরায়, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, উপসহকারি প্রকৌশলী মোঃ শাহজাহান সরকার, মোঃ মেহেদী নাজির, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান আকন্দ, সহকারি প্রধান শিক্ষাক মোঃ সেকেন্দার আলী সরকারসহ সহকারি শিক্ষকবৃন্দ।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ভবনটির একতলার নির্মাণ কাজ করছেন গাইবান্ধার মেসার্স জিএম সোহেল পারভেজ ঠিকাদারী প্রতিষ্ঠান।