বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনের জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবসে গাইবান্ধায় সংহতি সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
গতকাল শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে সিপিবি’র সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক এ্যাডঃ মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও পলাশবাড়ী উপজেলা সিপিবি’র সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।