শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনই সময়, এই স্লোগানে গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক সচেতনতানুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট বাঁধের পাড় এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজ খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জলবায়ু ও পরিবেশ উপপরিষদ সম্পাদক বিথী বেগম, জেলা শাখার সদস্য সম্পা দেব, বিউটি বেগম।
বক্তারা প্রচলিত আইনে নদী দখল ও দূষণকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।