শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

বিধিনিষেধ শিথিলের প্রথম দিনেই গাইবান্ধায় সীমাহীন যানজট

বিধিনিষেধ শিথিলের প্রথম দিনেই গাইবান্ধায় সীমাহীন যানজট

স্টাফ রিপোর্টারঃ লকডাউন শেষে বিধিনিষেধ শিথিলের প্রথম দিনেই গতকাল বুধবার সকাল থেকে গাইবান্ধা শহরে সীমাহীন যানজটের সৃষ্টি হয়। বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করেনি। এতে জনজীবনে চরম বিড়ম্বনার সৃষ্টি হয়।
গত মঙ্গলবার আনুষ্ঠানিক লকডাউন শেষে গতকাল বুধবার স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়। প্রথম দিনেই জেলা শহর ও জেলার মহাসড়কসহ অন্যান্য সড়কে সবধরনের যানবাহনের চাপ বেড়ে যায়। জেলা শহরে প্রবেশ পথে প্রতিটি সড়কে এবং ডিবি রোডের বাসটার্মিনাল থেকে পুরাতন জেলখানার মোড় পর্যন্ত সীমাহীন যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। অধিকাংশ পথচারী, যানবাহনের যাত্রী ও চালকদের মুখে মাস্ক দেখা যায়নি। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে বাসে আসন সংখ্যার সমান যাত্রী পরিবহনের কথা। কিন্তু আন্তঃজেলা বাসগুলোকে দাঁড় করিয়েও যাত্রী পরিবহন করতে দেখা গেছে। যাত্রী ও বাসকর্মীদের অধিকাংশই স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছেন। এতে আবারও করোনা সংক্রমণের আশংকা করা হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com