সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শহরের সার্কুলার রোডস্থ ঐতিহ্যবাহি রমেশ ঘোষ মিষ্টির দোকানে গত সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মান্নান শেখ (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আব্দুল মান্নান শেখ সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাগলঢোপ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে রমেশ ঘোষ মিষ্টির দোকানে শ্রমিকের কাজ করতেন। সোমবার সকাল থেকেই শহরের গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। হোটেলের পিছনে পরিত্যক্ত জায়গা টিন সেড দিয়ে ঘেড়া দেয়া ছিল। বৃষ্টির কারণে ওপর থেকে তার ছিড়ে ওই টিনসেডের ঘেড়া বিদ্যুতায়িত হয়। মান্নান শেখ হঠাৎ করে অসাবধানতাবশত: ওই টিনসেড হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর অসুস্থ হয়। এসময় দোকানের অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।