বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে অবস্থানঃ স্মারকলিপি প্রদান

বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে অবস্থানঃ স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে রোববার সকাল ১১ টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধা বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি এই কর্মসূচির আয়োজন করে। শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কৃষক শ্রমিক জনতালীগের মোস্তফা মনিরুজ্জামান, সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু, বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির মাসুদার রহমান, দেবল কুমার, আনাউর রহমান, আবুল কালাম, আহমেদুর রহমান, আব্দুল হালিম, মাহবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বিতর্কিত প্রিপেইড মিটার কোনো অবস্থাতেই গাইবান্ধায় লাগাতে দেওয়া হবে না। কারণ প্রিপেইড মিটার সংযোগের কারণে বিদ্যুতের গ্রাহককে অতিরিক্ত চার্জ ফি, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ গ্রাহকদের ওপর চাপানো হবে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com