শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মহান মে দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সাদুল্লাপুর উপজেলা শ্রমিক দলের আয়োজনে সাদুল্লাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
এর আগে, একটি র্যালি সাদুল্লাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত শ্রমিক নেতাসহ শ্রমিক অংশগ্রহণ করেন। এদিকে একই কর্মসূচি পালন করে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন, বাংলাদেশ জামায়াতে ইসলামি, উপজেলা ফেডারেল শ্রমিক সংগঠন। অন্যান্য বছরের তুলনায় এবছরে স্বতঃস্ফূর্তভাবে আড়ম্বর পরিবেশে এই শ্রমিক দিবস পালন করা হয়।