মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে সাবেক এমপি, সাবেক ২ উপজেলা চেয়ারম্যান এবং সাবেক ২ পৌর মেয়রসহ আওয়ামীলীগের ৮৯ নেতা-কর্মীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র অফিসে ২ বছর আগে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের আখতার হোসেনের ছেলে পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন বাদী হয়ে গত ৭ নভেম্বর রাতে গোবিন্দগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, সাবেক পৌর মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সরকার, সাবেক পৌর মেয়র মুকিতুর রহমান রাফিসহ আওয়ামী লীগের ৮৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর মন্ডল, আব্দুল হান্নান আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল, শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, সাবেক চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসরাম রতন, সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান রিপন ও জাহাঙ্গীর আলম জাফু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাবেক এমপি’র ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান আতিক, ইউপি মেম্বার মাহমুদুল হাসান তুষার। মামলায় উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের ৮৯ জনকে মামলার আসামী করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, ২০২২ সালে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় শ্রমিক দল নেতা ফরিদ হোসেন বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দিয়েছেন- যার মামলা নং- ৯/৪০৭, তারিখ- ৭/১১/২০২৪ ইং নথিভুক্ত করা হয়েছে। থানার এসআই মানিক রানাকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।