মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ উপলক্ষে সাদুল্লাপুর শহিদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গত বছরের ৫ আগস্টের পর থেকে ঘাপটি মেরে অনেকে ষড়যন্ত্র করছে। এই সাদুল্লাপুরে আমাদের নেতাকর্মীদের পিটিয়ে আহত করা হয়েছে। যা অত্যান্ত দুঃখজনক। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি সাদুল্লাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পলাশবাড়ী প্রতিনিধি জানানঃ পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, মুকুল আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আনজু, মোতাল্লিব সরকার বকুল, রাজু আহম্মেদ, আশরাফুল ইসলাম, হযরত আলী, আব্দুল মমিন মন্ডল, মিলন মিয়া, আরিয়ান সরকার আরিফ ও রায়হান আহম্মেদ প্রমুখ।
সাঘাটা প্রতিনিধি জানানঃ জাতীয়তাবাদী বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে গতকাল বর্ণাট্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বিএনপির আহবায়ক আলহাজ¦ মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি ও সাঘাটা ফুলছড়ি উপজেলার সাবেক বিএনপির নমীনি ফারুক আলম সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন প্রধান লাবু, জেলা বিএনপি’র উপদেষ্টা এ্যাডঃ নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মন্ডল, মোস্তাক আহম্মেদ মিলন, আবু হেনা মোস্তফা কামাল মিঠু, অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা, সিরাজুল ইসলাম, আতিকুর রহমান, আহম্মেদ কবির শাহিন, হারুন অর রশিদ, নিজাম, আনিছুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com