সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

বাড়ীর ড্রেনের পানি নিয়ে কলহে একজনের মৃত্যু

বাড়ীর ড্রেনের পানি নিয়ে কলহে একজনের মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে বাড়ি থেকে ড্রেনের পানি নামা নিয়ে সৃষ্ট কলহে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আব্দুর রশিদ (৫৬) মারা গেছে। সে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পুরন্দর গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, বাড়ীর উঠানের পানি নামা নিয়ে কলহের জেরে গত ২ সেপ্টেম্বর রাতে আব্দুর রশিদের ওপর প্রতিপক্ষ একই গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে আইয়ুব আলী তার লোকজন নিয়ে রশিদের বাড়ির ভিতরে প্রবেশ করে তাকে দেশীয় অস্ত্রের আঘাতে বেদম মারপিট করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় বাড়ির লোকজন তাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১২দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রশিদ মারা যায়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com