বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ রুশ বিপ্লবের ১০৭তম ও বাসদ মার্কসবাদী’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জনসভা ও শহরে লাল পতাকা মিছিল বের করা হয়।
বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা। বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু, জেলা কমিটির সদস্য কমরেড গোলাম ছাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, কমরেড মাহবুবুর রহমান খোকা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গনতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ছাত্রনেতা সালমান সিদ্দিকী প্রমূখ।