বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নিত্যপণ্যের উপর বাড়তি ভ্যাট প্রত্যাহার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল বুধবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেলগেটে এসে শেষ হয়।
বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট লীগের জেলা সাধারণ স¤পাদক রেবতী বর্মন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারন স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ইমদাদুল হক মিলন, কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।