শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

বানভাসিদের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

বানভাসিদের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং বানভাসি পরিবারদের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। গত শনিবার বিকালে উপজেলার হরিপুর ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি। উপজেলা নিবার্হী অফিসার নৌকা যোগে বিভিন্ন এলাকা পরিদর্শণ করেন এবং বানভাসিদের খোঁজ খবর নেন। পাশাশাপাশি হরিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ২০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।
উজান থেকে নেমে আসা ঢলে সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি বৃদ্ধি পাওয়া নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে এবং বন্যা দেখা দিয়েছে। চরাঞ্চলের সহস্রাধিক পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। বন্যার শঙ্কায় অনেক পরিবার তাদের গৃহপালিত পশুপাখি অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে। গত বুধবার হতে পানি বৃদ্ধি পেতে শুরু করে। সরকারি ভাবে উপজেলায় পানি পরিমাপের কোন পয়েন্ট না থাকায় বেসরকারি উন্নয়ন সংস্থার পানি পরিমাপ পিলারে দেখা গেছে পানি বিপদসীমার নিচু দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার বিভিন্ন শাখানদী পানিতে থৈ থৈ করছে। চরাঞ্চলে বসবাসরত পরিবারগুলো ইতিমধ্যে নৌকা দিয়ে যাতায়াত শুরু করেছে। বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com