রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বাজেটে উন্নয়ন খাতের ৪০% কৃষিতে বরাদ্দের দাবিতে গতকাল সোমবার গাইবান্ধা জেলা কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ১নং রেলগেট থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের জেলা সমন্বয়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাদেকুল ইসলাম, গোলাম রাব্বানী, নিলুফার ইয়াসমিন শিল্পী, জাহেদুল হক, ময়নুল হোসেন মন্ডল, মোঃ সাব্বির রহমান প্রমুখ।