সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা জেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক পদে গাইবান্ধা মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক ও সিনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডাঃ আ.খ.ম আসাদুজ্জামান (সাজু), যুগ্ম আহ্বায়ক পদে রংপুর প্রাইম মেডিক্যাল হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ রশীদুল হাসান (বকুল), সদস্য সচিব পদে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুজ্জামান নির্বাচিত হয়।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১৪ জন, এর মধ্যে খন্দকার সারওয়ার জাহান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডাঃ এ.কে.এম সামসুজ্জোহা খন্দকার, গাইবান্ধা জেনারেল হাসপাতালে সার্জারী বিভাগের কনসালটেন্ট ডাঃ মোঃ আয়নাল হক, বক্ষব্যাধী ক্লিনিকের ভারপ্রাপ্ত কনসালটেন্ট ডাঃ মোঃ নাজমুল হুদা রনি, নির্ণয় ডায়াগোনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ মোঃ মাহমুদুল হাসান মিথুন, গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিনহাজ ইবনে সৌমিক, গাইবান্ধা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার জাহান তমাল, গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডাঃ মোঃ মাহবুবুর রহমান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শাহারুল আলম মন্ডল, গাইবান্ধা ডায়াবেটিকস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ তৈমুর আলম, সাঘাটা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রবিউল ইসলাম, গাইবান্ধার জেনারেল প্রাকটিশনার ডাঃ মোঃ তোজাম্মেল হোসেন, রংপুর কমিনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার (সার্জারী) ডাঃ মোঃ সাদমান করিম (নিলাভ), ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের (গাইনী এন্ড অবস) বিশেষজ্ঞ ডাঃ আফরোজা সুলতানা, গাইবান্ধা জেনারেল হাসপাতালের (গাইনী এন্ড অবস) বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসার ডাঃ নাজনিন আখতার (হ্যাপী) এফসিপিএস (গাইনী এন্ড অবস) নির্বাচিত হন।