বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ গাইবান্ধায় ২৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এ সময় আড়ৎদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার বিকেলে উপজেলার বাদিয়াখালি মৎস্য আড়তে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা মৎস্য বিভাগ।
গাইবান্ধা সদর উপজেলার মৎস কর্মকর্তা মারজান সরকার বলেন, ইতোমধ্যে জাটকা, আফ্রিকান মাগুর ও পিরানহাসহ সকল অবৈধ মাছ ধরে বাজারে বিক্রয় নিষেধ থাকলেও মাঝে মধ্যে কতিপয় পাইকাররা এসব মাছ গোপনে বিক্রয় করার চেষ্টা করছে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মাছগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।