সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল দুপুর ১২ টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতি বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন এক নারী।
নিহত জান্নাতি বেগম মধ্যেপাড়া গ্রামের সোহরাব মিয়ার স্ত্রী। স্বজন ও এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন জান্নাতি বেগম। পরে সেখানেই তার মৃত্যু হয়।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, ওইস্থানে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।