শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গোবিন্দগঞ্জে দুলা হত্যা মমলার আরো ২ আসামী গ্রেফতার গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের কার্যক্রমের প্রতিবাদ করায় ঘর-বাড়ি ভাংচুর বৃক্ষরোপণ করবে ট্রি-অ্যাসোসিয়েশন গোবিন্দগঞ্জে নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি রাস্তার গাছ কর্তন সাঘাটায় ক্যামেরার জন্য বন্ধুকে হত্যা সেফটি ট্যংক থেকে লাশ উদ্ধার বন্ধু গ্রেফতার গোবিন্দগঞ্জে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ পলাশবাড়ীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত ব্রীজ রোড থেকে রেলের চোরাই লোহা বিক্রির সময় আটক ৩ কারাগারে নারী হাজতিকে নির্যাতন প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি গোবিন্দগঞ্জে ইজিবাইক চালক দুলা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি

বর্তমান সরকার কৃষিতে বহুমূখী কার্যক্রম গ্রহন করায় কৃষকরা তার সুফল পেয়েছে -হুইপ গিনি

বর্তমান সরকার কৃষিতে বহুমূখী কার্যক্রম গ্রহন করায় কৃষকরা তার সুফল পেয়েছে -হুইপ গিনি

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষিতে বহুমূখী কার্যক্রম গ্রহন করায় কৃষকরা তার সুফল পেয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে কৃষি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। করোনা কালীন সময়ে কৃষককের পাশে থেকে প্রনোদনা দিয়েছে যার ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে অর্থনৈতিক ভাবে কৃষকরা স্বাবলম্বী হবে তেমনি আগামীতে কৃষরা বিলাস বহুল জীবন যাপন করবে।
তিনি গতকাল গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ কালে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদার রহমান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবির, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আলী প্রমুখ।
অনুষ্ঠানে হুইপ গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ২শ ৩৭টি আধুনিক যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com