বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

বর্তমান সরকারের আমলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ উন্নতি হয়েছে -ডেপুটি স্পীকার

বর্তমান সরকারের আমলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ উন্নতি হয়েছে -ডেপুটি স্পীকার

সাঘাটা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, বিগত সরকারের চেয়ে বর্তমান সরকারের আমলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ উন্নতি হয়েছে । এখন আর দেশে কোন জঙ্গী হামলা হয়না । পুলিশ বাহিনী আরো মনোযোগ দিয়ে কাজ করলে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে । রোববার সকালে সাঘাটা উপজেলার বোনারপাড়া পুলিশ ফাড়ির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এসব তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সাঘাটা থানার নতুন ভবন নির্মানের ফলে পুলিশ বাহিনীর থাকা ও খাওয়ার সুব্যবস্থা হয়েছে এখন বোনারপাড়া পুলিশ ফাড়ির নতুন ভবন হলে আর এখানে কর্মরত পুলিশ ভাইদের থাকা ও খাওয়ার আর কোন কষ্ট হবে না । সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোর্শেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী ছবিউল ইসলাম, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা বেলাল হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার শাহ আহসান হাবিব রাজিব, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবীর. যুদ্ধকালীন কমান্ডর শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা সাধারণ সভাপতি হারুনুর রশিদ হিরু, সম্পাদক নাছিরূল আলম স্বপন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com