শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

বন্যায় ভেঙে গেছে সেতু ঠিক হয়নি ৯ মাসেও

বন্যায় ভেঙে গেছে সেতু ঠিক হয়নি ৯ মাসেও

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজার খেয়াঘাটের তিস্তার শাখা নদীতে অপরিকল্পিতভাবে কংক্রিটের খুঁটির ওপর নির্মাণ করা হয় কাঠের সেতু। ৯ মাস আগে গত বছরের অক্টোবরে বন্যায় ভেঙে যায় সেতুটি। এরপর আজও সেতুটি মোরামত বা পুনঃনির্মাণ করা হয়নি। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দুই ইউনিয়নের ২০ হাজার চরবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০২২-২০২৩ অর্থবছরের এডিবির অর্থ থেকে কংক্রিটের খুঁটির ওপর কাঠের সেতু নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়। এজন্য ২৮ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেয় উপজেলা পরিষদ। শুরুতেই সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠে।
গত বছরের ৩০ জুন সেতুটির নির্মাণ কাজ শেষ দেখিয়ে ঠিকাদারের টাকা ছাড় করানো হয়। ঠিকাদার শাহানুর ইসলামের পক্ষে সেতুটি নির্মাণে সাব-ঠিকাদার হিসেবে কাজ করেন বামনডাঙ্গার সাগীর খান। নকশা করেন উপজেলা প্রকৌশলী। সেতু নির্মাণে ব্যয় হয় ৩০ লাখ টাকা। ৯ মাস আগে তিস্তার স্রোতে ভেঙে যায় সেতুটি।
ছানা মিয়া নামের এক শিক্ষার্থী বলেন, সেতুটি নির্মাণ হওয়ায় চরের শিক্ষার্থীরা খুশি হয়েছিলেন। কিন্তু বিধিবাম! উদ্বোধন না হতেই সেতুটি ভেঙে গেছে তিস্তা নদীর স্রোতে। এখন পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। হরিপুর চরের স্কুলশিক্ষক আব্দুল জলিল মিয়া বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধিদের গাফিলতি ও অনিয়মের কারণে সেতুটির এই হাল হয়েছে। যার খেশারত জনগণকে দিতে হচ্ছে।’

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com