বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

বন্দুক দিয়ে পাখি শিকার ব্রহ্মপুত্র নদেঃ শিকারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত আবেদন

বন্দুক দিয়ে পাখি শিকার ব্রহ্মপুত্র নদেঃ শিকারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত আবেদন

স্টাফ রিপোর্টারঃ ফুলছড়ি উপজেলার বুলবুলির চরের পাশে ব্রহ্মপুত্র নদে বন্দুক ও পাখিসহ এক শিকারিকে দেখা গেছে। গত শুক্রবার দুপুর ১২টার দিকে একদল সৌখিন পাখির আলোকচিত্রীদের হাতে এই শিকারি ধরা পড়েন। এসময় আলোকচিত্রী অধ্যাপক ডঃ তুহিন ওয়াদুদ, সাহিত্যকর্মী রানা মাসুদ, প্রকৌশলী ফজলুল হক, হাসান মাহবুব আখতার লোটনসহ অনেকে ছিলেন। শিকারির হাতে দুর্লভ প্রজাতির পরিযায়ী দুটি লালঝুঁটি ভুতি হাঁস দেখা যায়।
এসময় আলোকচিত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ তুহিন ওয়াদুদ শিকারির একটি ভিডিও সাক্ষাৎকার গ্রহণ করেন। সেই সাক্ষাতকার সূত্রে জানা যায়, পাখি শিকারির নাম সুজন মিয়া। তিনি গাইবান্ধা সদরের কামারজানি গিদারি গ্রামের মৃত মহিউদ্দীন মিলিটারির ছেলে। তার বাবাও পাখি শিকার করতেন বলে সুজন জানান। তার বন্দুক হারিয়ে গেছে। সে অন্যের বন্দুকে পাখি শিকার করে। যার বন্দুক নিয়ে এসেছেন তিনিও উপস্থিত ছিলেন। তার নাম উজ্জ্বল চন্দ্র সরকার।
ভিডিও সাক্ষাতকারটি কামারজানি এলাকায় কিছু লোকের কাছে পাঠালে স্থানীয় একজন জানান, তার আসল নাম বাবু। আসলেই সে পাখি শিকারি। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে পাখিরা নিরাপদ হবে। অধ্যাপক ডঃ তুহিন ওয়াদুদ পাখি শিকারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রংপুর বিভাগীয় বন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন বলে জানান।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com