সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

ফুলছড়িতে এক টাকায় জ্ঞান বিলিয়ে যাচ্ছেন লুৎফর রহমান

ফুলছড়িতে এক টাকায় জ্ঞান বিলিয়ে যাচ্ছেন লুৎফর রহমান

স্টাফ রিপোর্টারঃ ফুলছড়ির বাদুড়িয়া গ্রামের আলোচিত এক টাকার মাস্টার মোঃ লুৎফর রহমান (৭৪)। কখনো হেঁটে বা সাইকেল চালিয়ে ৫০ বছর ধরে জ্ঞান বিলিয়ে যাচ্ছেন। তিনি ফুলছড়ির গুনঘড়ি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭২ সালে মেট্রিক পাস করেন।
নিজে পড়াশোনা চালিয়ে যেতে না পারার আক্ষেপ থেকে শিশুদের ঝরে পড়া রোধে বিনা পয়সায় পড়ানো শুরু করেন তিনি। পরে অভিভাবকদের অনুরোধে এক টাকা পারিশ্রমিক নেওয়া শুরু করেন। এখন এক টাকার মাস্টার হিসেবে পরিচিত এই বিদ্যানুরাগী। জীবনের শেষ সময় পর্যন্ত চালিয়ে যেতে চান তার জ্ঞানের আলো ছড়ানোর কাজ।
এতে তিনি বেশ খ্যাতি লাভ করেছেন গাইবান্ধা জেলায়। পুরস্কারও পেয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে।
লুৎফর রহমান বলেন, ১৯৭২ সালে মেট্রিক পাস করার পর পরিবারের অভাব অনটনে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। এ কারণে আমি গ্রামের অসহায় ও গরিব ছেলেমেয়ে, যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারত না, তাদের বাড়ি বাড়ি হেঁটে বা সাইকেলে করে বিনামূল্যে পড়াশোনা করাতাম। তারপর অভিভাবকদের অনুরোধে এক টাকা করে গ্রহণ করি।
আরেক শিক্ষক নুরুল আলম। তিনি আলো ছড়িয়ে দিতে চান জীবনের শেষ সময় পর্যন্ত। জানা যায়, ১৯৭৩ সালে সুন্দরগঞ্জ উপজেলায় শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন নুরুল আলম। ১৯৮০ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি জাতীয় পর্যায় শ্রেষ্ঠত্ব ও জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।
তিনি ২০০০ সালের আগের শিক্ষাব্যবস্থা নিয়ে বলেন, বঞ্চিত আচরণ অর্জন করাটাই হলো প্রকৃত শিক্ষা। ওই সময়ে বইগুলোতে অনেক কিছু শেখার ছিল। শিক্ষার্থীরা ছিল বই পাগল। শিক্ষকদের প্রতি ছিল ছাত্রদের গভীর শ্রদ্ধা। শিক্ষার প্রতি অনুরাগী ছিল ছাত্ররা। পরনে কাপড় ছিল না, বইপত্র কিনতে পারত না অসহায় পরিবারের শিশুরা।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com