সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
ফুলছড়ি প্রতিনিধি : ফুলছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মণকে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ। গত বুধবার অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ছিল। সেগুলোর তদন্তের স্বার্থেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানটি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।